পঞ্চস্তম্ভ সংক্রান্ত হাদিস
হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন যে, ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দন্ডায়মান (১) সাক্ষ্য দান করা এই মর্মে যে, ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ (ছাঃ) তাঁর বান্দা ও রাসূল’ (২) ছালাত কায়েম করা (৩) যাকাত আদায় করা (৪) হজ্জ সম্পাদন করা ও (৫) রামাযানের ছিয়াম পালন করা। (বুখারী হা/৮; মুসলিম হা/১৬; মিশকাত হা/৪)
উপরে বর্ণিত হাদিসটি ছাড়া, পঞ্চস্তম্ভ সংক্রান্ত আর কোন হাদিস অথবা কোরানের আয়াত আছে কি ? থাকলে দয়া করে পূর্ণ রেফারেন্স সহ উল্লেখ করুন।