আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
34 views
in মাসআলা মাসায়েল by  
হাফ হাতাবিশিষ্ট কাপড়ে ছালাত আদায় করলে কি নেকী বা ফযীলত কম হবে?

1 Answer

0 votes
by (2.0k points)  

উত্তম, মার্জিত ও সুন্দর পোশাক পরিধান করেই ছালাত আদায় করবে। কেননা মহান আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ গ্রহণ করো (আল-আ‘রাফ, ৭/৩১)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুমুআর দিনে উত্তম পোশাক পরে মসজিদে আসার কথা বলছেন (আবূ দাঊদ, হা/৩৪৩; ইবনু মাজাহ, হা/১০৯৭; মিশকাত, হা/১৩৮৭, সনদ হাসান)। ছালাতে কাঁধ ঢেকে রাখা জরুরী। তাই হাফ হাতাবিশিষ্ট কাপড়ে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে। এতে নেকী কম-বেশি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন ছালাত আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোনো অংশ নেই (ছহীহ বুখারী, হা/৭৫৯; ছহীহ মুসলিম, হা/৫১৬; মিশকাত, হা/৭৬৬)।

Related questions

...