আসসালামু আলাইকুম । এখানে রেজিস্ট্রেশন না করেই অংশগ্রহণ/ব্যবহার করতে পারবেন কিন্তু সর্বোচ্চ সুবিধার জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন !
0 votes
212 views
in মাসআলা মাসায়েল by
মহিলাদের গাওয়া গজল ইউটিউব থেকে  শুনা যাবে কি?

1 Answer

0 votes
by (2.0k points)

ইউটিউবে মহিলাদের গাওয়া গজল দুই ধরনের হয়ে থাকে। যথা : ভিডিও ও অডিও। অডিও হোক আর ভিডিও হোক সর্বাবস্থায় নারীদের গজল শুনে মন ঠান্ডা করা সম্পূর্ণ হারাম। কেননা, এতে চোখের ও কানের যিনা হয় এবং ফেতনায় পড়ার আশঙ্কা থাকে। মহান আল্লাহ  বলেন, ‘হে নবী! আপনি মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাযত করে (আন-নূর, ২৪/৩০)। সুতরাং সোস্যাল মিডিয়ায় তাদের গজল প্রচার করা থেকে বিরত থাকা প্রয়োজন। কেননা, মহান আল্লাহ বলেন, ‘তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুদ্ধ হয়’ (আল-আহযাব, ৩৩/৩২)।

Related questions

...