না, এমন কথার শারঈ কোনো ভিত্তি নাই। এটি একটি ভ্রান্ত ধারণা। তবে আদম (আঃ) কে মহান আল্লাহ শুক্রবারে সৃষ্টি করেছিলেন এবং সেদিনই তাকে মৃত্যুদান করেছিলেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘এই দিনে আল্লাহ তা‘আলা আদম (আঃ) কে সৃষ্টি করেছেন। এ দিনে তাকে যমীনে অবতরণ করিয়েছেন। এ দিনে তাকে মৃত্যুদান করেছেন (ইবনু মাজাহ, হা/১০৮৪; মুসনাদে আহমাদ, হা/২২৫১০; মিশকাত, হা/১৩৬৩)।