জি যাবে যদি আশেপাশে অন্য কোন মসজিদ বা জামাতে সালাত আদায়ের অন্য কোন উপায় না থাকে। কারণ শুধুমাত্র এই কারণে জামাতে সালাত বাদ দিয়ে নিজে একাকি বাসায় সালাত আদায় করা যাবেনা। কেননা পুরুষের জন্য জামাতে সালাত আদায় করা ওয়াজিব [আবু দাউদ,৫৫১] ।
ইমাম বা মসজিদের খতিব বা মুয়াজ্জিন এর গুনাহ তাদের নিজেদের উপর বর্তাবে, মুক্তাদী বা মুসল্লিদের উপর তাদের গুনাহ বর্তাবে না বা তাদের এই গুনাহ এর জন্য মুক্তাদীদের জবাবদিহি করতে হবে না।
একের পাপের বোঝা অন্যে বহন করবে না (আন‘আম ৬/১৬৪)।
তবে যদি সুস্পষ্ট এমন কোন কাজ করে যেটা সরাসরি শিরক এর পর্যায়ে পড়ে যায় যেমন মাজারে সিজদাহ দেওয়া বা এমন কিছু করা যেটা সরাসরি শিরক বা যেটার কারণে মানুষ নিশ্চিত কাফের বা ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে তখন সেই ইমাম বা মসজিদের খতিব বা মুয়াজ্জিন এর পিছনে সালাত আদায় না করে বাসায় একাকি সালাত আদায় করতে হবে যদি আশেপাশে অন্য কোন মসজিদ পাওয়া না যায় বা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা না থাকে।
আল্লাহু আলাম।