Muslim Point একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্ল্যাটফর্ম। বাংলা ভাষাভাষী মুসলিমদের মাঝে সঠিক ইসলামী জ্ঞানের প্রচার, প্রাসার ও চর্চার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। এখানে আছে ইসলামিক প্রশ্নোত্তর , সুবিশাল ইসলামিক ই-বুক সিস্টেম ও সাথে আছে সুবিশাল ব্লোগিং সিস্টেম ।