মহান আল্লাহ দুই হাত তুলে
তোমার কাছে করি মোনাজাত।
বিশ্বে আছে যত মুসলিম নর ও নারী
হিন্দু খ্রীস্টান বৌদ্ধ যত উপজাতি,
কোভিড-২০১৯ নভেল করোনা ভাইরাস হতে
রক্ষা করো সবাইকে হে অন্তর্যামী।
এমন অসুখ প্রভু
দিয়েছো এই পৃথিবীতে,
চিকিৎসা বিজ্ঞানীরা বলেন
কোভিড-২০১৯ নভেল করোনা ভাইরাস নামে।
সারা বিশ্বে প্রতিদিন লাখো মানুষ হচ্ছে আক্রান্ত
মরছে মানুষ শত শত।
কার্যকরী প্রতিষেধক মহান আল্লাহ তুমি
পাঠাও এই পৃথিবীতে,
তুমি ছাড়া কার বা এমন সাধ্য আছে
কে পারবে মোদের বাঁচাতে!
আমরা সবাই বাঁচতে চাই
এই ছোবল থেকে,
তাইতো সবাই নত করেছি শির
মহান আল্লাহ তোমার কাছে।
মনের অজান্তে প্রভু
করেছি যত পাপ,
আল্লাহ তুমি মোদের করিও ক্ষমা
করিও সব গুনাহ মাফ।