তাগুত বা জালেম শাসক

কুরআন বিষয়ভিত্তিক আয়াত মাজিদ শরিফ কারিম
তাগুত বা জালেম শাসক

[Reference Format: সূরা নম্বর : আয়াত নম্বর]

তোমরা কি রূপে আল্লাহ কে স্বীকার কর – ২;২৮ [ ২;২৮ অর্থাৎ সূরা নং২; আয়াত নং ২৮]
হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর – ৩;১০২/৩১;৩৩
ঈমান আনার পূর্ব শর্ত তাগুতকে বর্জন করা- ২;২৫৬,২৫৭/১৬;৩৬/৩৯;১৭,১৮/৫;৬/৪;৫১,৭৬,
এমন প্রত্যেক ব্যক্তিই তাগুত যে, আল্লাহ দ্রোহী হয়েছে এবং সীমালঙ্ঘন করেছে, আর আল্লহর কোন হককে নিজের দিকে সম্পর্ক যুক্ত করেছে, এবং এবং এমন বিষয়ে নিজেকে আল্লাহর জন্য সমকক্ষ বানিয়েছে, যা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট।

১। গাইরুল্লাহর (আল্লাহ ছাড়া অন্য কিছু) ইবাদতের দিকে আহবানকারী শয়তান -৩৬,৬০,৬১

২। আল্লাহর আঈন পরিবর্তনকারী জালেম শাষক – ৯;৩১/৭;৫৪/১২;৪০/৫;৫০

৩। আল্লাহর নাযিলকৃত বিধান ছাড়া যে অন্য আঈনে বিচার ফয়সালা করে – ৪;৬০,৬৫/৪২;২১

৪। আল্লাহ ব্যতিত যারা ইলমে গায়েব বা ভবিষ্যত জানে বলে দাবী করে –৬;৫০/৭;১৮৮/৪৬;৯/৭২;২৬/২৭;৬৫/১১;১২৩

৫। আল্লাহ ব্যতিত যার ইবাদত করা হয় এবং এ ইবাদত গ্রহনে যে রাজী বা সন্তুষ্ট থাকে-২১;২৯

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   নামাজে বা সালাতে বুকের উপর হাত বাঁধার হাদিস সমূহ , ব্যাখ্যা ও দলিল বা রেফারেন্স সহ
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *