ঈমান ভঙ্গের কারণ

কুরআন বিষয়ভিত্তিক আয়াত মাজিদ শরিফ কারিম
ঈমান ভঙ্গের কারণ

[Reference Format: সূরা নম্বর : আয়াত নম্বর]

১। আল্লাহর সাথে শরীক করা- ৪;৪৮,১১৬/৩৯;৬৫/৬;৮৩,৮৮/৫;৭২

২। আল্লাহ ও বান্দার মাঝে এমন মাঘ্যম স্থির করা,যার কাছে বান্দা সুপারিশ কামনা করে ও তার উপর তাওয়াক্কুল করে ১০;১৮/৩৯;৩/২;১০৭

৩। মুশরিকদেরকে কাফির মনে না করা, ও তাদের কুফরীর ব্যাপারে সন্দেহ পোষন করা। ৩;১৯,৮৫

৪। দ্বিনের যে কোন বিষয় নিয়ে রং তামাশা ও বিদ্রুপ করা। ৯;৬৫,৬৬

৫। জাদু/টোনা ইত্যাদি করা। ২;১০২

৬। মুসলিমদের বিরুধে মুশরিকদের পক্ষ নেওয়া ও তাদের সহযোগিতা করা। ৫;৫১

৭। মূর্তি,প্রতিমা,মানব রচিত সংবিধান ইতাদি সহ অন্যান্য তাগুতকে সম্মান,ভক্তি ও শ্রদ্ধা করা। ৫;৫০

৮। মহাব্বত ও ভালবাসায় আল্লাহর সাথে শরীক ও সমকক্ষ করা ২;১৬৫

৯। যে ব্যক্তি মনে করে যে নবী (সঃ) এর ওপর নাযিল কৃত বিধানের থেকে অন্য বিধান পরিপূর্ন উত্তম অথবা নবী(সঃ)এর বিধান কে অপছন্দ করা। ৩;১৯,৮৫/৪৭;২৮।

১০। আল্লাহর দ্দ্বীন থেকে বিমুখ হওয়া- ৩২;২২

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   নারী বিষয়ক আয়াত
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *