বিকাশ(bKash) থেকে সুদ বা ইন্টারেস্ট নেওয়া বন্ধ করবেন যেভাবে ।

সুদ বিকাশ muslimpoint

সুদ এর মতো এতো ভয়াবহ কাজ টা আমরা মনের অজান্তেই করে যাচ্ছি । বিকাশ এর বিভিন্ন সার্ভিসের মধ্যে একটি হচ্ছে ‘জমানো টাকার উপর ইন্টারেস্ট/সুদ প্রদান’ গ্রাহকের বিকাশ একাউন্টে গড়ে প্রতিদিন ১০০০ টাকা বা তার বেশি পরিমাণ টাকা থাকলে এবং মাসে অন্তত ২ টি লেনদেন করলে উক্ত গ্রাহককে বাৎসরিক হারে প্রতি মাসে নির্দিষ্ট হারে ইন্টারেস্ট/সুদ প্রদান করে থাকে। (তথ্যসূত্রঃ here ) বিষয়টি সম্পর্কে অবগত না থাকার কারণে এবং বিকাশ একাউন্টে টাকা জমা থাকার কারণে অনেকের মোবাইলেই মাস শেষে সুদ চলে আসছে। আপনি ইচ্ছা করলে বিকাশের “ইন্টারেস্ট/সুদ” সার্ভিস টি বন্ধ করে করে ফেলতে পারেন। সার্ভিসটি বন্ধ করে দিলে আপনার বিকাশ একাউন্টে টাকা জমা থাকলেও তার উপর সুদ আসবে না।আপনার বিকাশ / bKash এর সুদ ।

অনেক হয়েছে ! আজই বন্ধ করুন  তার আগে সুদ এর ভয়াবহতা সম্পর্কে আপনাদের একটু মনে করিয়ে দিই। সূরা বাকারার এই আয়াত তো সবারই জানা-

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللهَ وَ ذَرُوْا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ، فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللهِ وَ رَسُوْلِهٖ، وَ اِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ لَا تَظْلِمُوْنَ وَ لَا تُظْلَمُوْن.

হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও; যদি তোমরা মুমিন হয়ে থাক। যদি তা না কর (সুদের বকেয়া না ছাড়, সুদের কারবার অব্যাহত রাখ) তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা শুনে নাও। -সূরা বাকারা (২) : ২৭৮-২৭৯

হাদীসে সুদ খাওয়াকে বলা হয়েছে ‘ধ্বংসাত্মক কাজ’। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সাতটি ধ্বংসাত্মক কাজ’ থেকে বেঁচে থেকো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! সেই সাতটি বিষয় কী? বললেন, ‘আল্লাহর সাথে শরীক করা, যাদু করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করা।’ -সহীহ বুখারী, হাদীস ২৭৬৬; সহীহ মুসলিম, হাদীস ৮৯

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   আখেরী বা শেষ জামানার ফিতনা ফ্যাসাদ সম্পর্কে ব্যাখ্যা ও উদাহরণসহ কেয়ামতের আলামত ও ভবিষ্যতবাণী

সুদের সাথে সংশ্লিষ্টদের উপর আল্লাহর রাসূলের অভিশাপ। সহীহ মুসলিমে হযরত জাবির রা. থেকে বর্ণিত হয়েছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন সুদগ্রহীতার উপর ও সুদদাতার উপর এবং এর দলীল লেখকের উপর ও সাক্ষ্যদাতার উপর। -সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮

কিভাবে বন্ধ করবেন আপনার বিকাশ/bKash একাউন্টের এর সুদ ? 

১। আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে
16247 এ কল করুন।
২। ভাষা নির্বাচন করুন (বাংলার জন্যে ১
চাপুন )।
৩। জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং
অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন।
৪। ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের
জন্যে ১ চাপুন। ইন্টারেস্ট গ্রহণ বন্ধ
করতে ১ চাপুন।
অর্থাৎ, কল রিসিভ হবার পর 1511 চাপলেই আপনার বিকাশ একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ সার্ভিসটি বন্ধ হয়ে যাবে ইং-শা-আল্লাহ।
.
আপনার অনুরোধটি গৃহীত হলে
আপনাকে মেসেজ এর মাধ্যমে
জানিয়ে দেওয়া হবে।

বিঃদ্রঃ অবশ্যই মোবাইলে কিছু টাকা (৪-৫ টাকার মতো ) রাখবেন ।

★ যাদের মোবাইলে ইতোমধ্যে
অনিচ্ছাসত্ত্বে ইন্টারেস্ট/সুদ এর টাকা
চলে এসেছে তারা উক্ত টাকা
সাওয়াবের নিয়ত ছাড়া দান করে দিন এবং
এখনই সার্ভিসটি বন্ধ করে ফেলুন।

 
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

2 Comments on “বিকাশ(bKash) থেকে সুদ বা ইন্টারেস্ট নেওয়া বন্ধ করবেন যেভাবে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *