সমাজে প্রচলিত কিছু মারাত্মক ভুল জেনে নিই (পর্ব ২) ।

মারাত্নক ভুল
পর্ব ২ঃ

সমাজে প্রচলিত কিছু মারাত্নক ভুল এর তালিকাঃ

● মহিলারা গায়ে সুগন্ধি মেখে পর পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন। এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি যিনার পাপ করেছেন।
[তিরমিযী ২৭৮৬, সহীহুল জামে ৪৫৪০, মুসনাদে আহমাদ, ১৯৩৬]
.
আর যতবার আপনি ভ্রু উঠিয়েছেন বা প্লাক করেছেন, ততবার আপনি আল্লাহর রাসুল ﷺ এর নিকট হতে অভিশাপ পেয়েছেন।
[বুখারী ৫৯৪৮, মুসলিম ২১২৪, আবু দাউদ ৪১৬৮, তিরমিযী ২৭৮২]
.
● যতবার আপনি সুদ খেয়েছেন বা দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে যিনার পাপ করেছেন।
[মিশকাত ২৮০৭, ২৮২৬]
.
● যতবার আপনি কোনও অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের ছাওয়াব পেয়েছেন। আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে এসএমএস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরক করেছেন। আখিরাতে বিচার ছাড়াই আপনি জাহান্নামী। তবে খালেছ মনে তাওবা করলে বেঁচে যাবেন ইনশাআল্লাহ।
[সূরা ইমরান ৮৫, মিশকাত ৪৩৪৭, ৪৬৮৯, তিরমিযী ২৬৯৫, আবূ দাউদ ৪২৫২, মাজমুউ ফাতাওয়া ওয়া রাসায়িলিস শাইখ ইবনে উছাইমীন ৩/৩৬৯]
.
● যতবার আপনি জন্মদিন, মৃত্যুদিন, বিবাহ বার্ষিকী, কুলখানি, চেহলাম বা কোনও দিবস পালন করেছেন, ততবার আপনি বিদাত করেছেন। রাসুল ﷺ এর সুপারিশ আপনার জন্য প্রযোজ্য নয়।
[বুখারী ৫৭৭২, মুসলিম ১৭১৮, মিশকাত ১৪০]
উপরোক্ত গুনাহসমূহের মধ্যে যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত সেগুলো তাওবা করলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন।
[সূরা নিসা ১১৬]

কোথায় যাচ্ছেন? আরো নতুন কিছু জানার জন্য এই লেখাটি পড়ুনঃ   পীর মুরীদি সম্পর্কে ইসলাম কি বলে ? জেনে নিন বিস্তারিত ।
MuslimPoint Organization

About MuslimPoint Organization

MuslimPoint একটি অনলাইন ভিত্তিক ইসলামী প্রশ্নোত্তর, গ্রন্থাগার, ব্লগিং, কুরআন, হাদিস, কুইজ এবং বিষয় ভিত্তিক রেফারেন্স প্ল্যাটফর্ম।

View all posts by MuslimPoint Organization →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *